১৯৭১ সালের যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির পরোয়ানা প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ রায় পুনঃবিবেচনার জন্য রিভিউ আবেদন করবেন এবং এ লক্ষ্যে তার আইনজীবীরা শনিবার তার সাথে সাক্ষাত করবেন। আলী আহসান মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন কারা কর্তৃপক্ষের কাছ থেকে তারা অনুমতি পেয়েছেন। রায় পুনঃবিবেচনার বিষয়টি নিয়েই তারা আলোচনা করতে যাচ্ছেন।
৩০ সেপ্টেম্বরে মৃত্যুদন্ড বহাল রেখে জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার দুটি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর পর থেকে ১৫ দিনের মধ্যে তারা রায় পুনঃবিবেচনার সুযোগ পাবেন। ১ অক্টোবর মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীও রায় পুনঃবিবেচনার আবেদন করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।....ঢাকা থেকে আমীর খসরু