ভারতে, রাজধানী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে, এক উন্মুক্ত প্রাঙ্গন সমাবেশে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রীসভা সদস্যবৃণ্দ শপথ নিলেন সোমবার সন্ধ্যায়। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মূখোপাধ্যায়। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ সোমবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি জে পি নেতা ৬৩ বছর বয়সি নরেন্দ্র ভাই মোদি।অন্যান্যের মধ্যে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ- বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সংসদের স্পীকার ডক্টর শিরিন শরমিন চৌধুরী। আমরা এই শপথ গ্রহনের প্রেক্ষাপটে কথা বলি দ্য হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চীফ কলকাতা নিবাসী বরূন দাসগুপ্তের সঙ্গে।
নরেন্দ্র মোদির ক্ষমতারোহন নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার নমুনা দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ।
ভারতের রাজধানী নতুন দিল্লিতে আজ সোমবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি জে পি নেতা ৬৩ বছর বয়সি নরেন্দ্র ভাই মোদি।অন্যান্যের মধ্যে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ- বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সংসদের স্পীকার ডক্টর শিরিন শরমিন চৌধুরী। আমরা এই শপথ গ্রহনের প্রেক্ষাপটে কথা বলি দ্য হিন্দু পত্রিকার সাবেক ব্যুরো চীফ কলকাতা নিবাসী বরূন দাসগুপ্তের সঙ্গে।
নরেন্দ্র মোদির ক্ষমতারোহন নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার নমুনা দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ।