ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচনের প্রাক্কালে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর কলকাতার ব্রিগেডের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় নির্বাচনী জনসভার প্রথমে এদিন অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলিগুড়ির কাওয়াখালিতে রাজ্যের প্রথম নির্বাচনী প্রচার সভায় । সেখানে চিট ফান্ড ইস্যুতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এছাড়া বালাকোট, এনআরসি-সহ নানা ইস্যুতেও তৃণমূল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন প্রধানমন্ত্রী। শিলিগুড়ির জনসভা সেরে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে রেসকোর্স ময়দানে নেমে গাড়িতে পৌঁছন ব্রিগেডের সভায়। প্রধানমন্ত্রী সভায় যোগ দিতেই ‘মোদী-মোদী’ ধ্বনিতে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। সভার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ‘‘রাজ্যে পরিবর্তন চাই। কেন্দ্রে যেমন মোদী সরকার চাই। তেমনি এ রাজ্যেও চাই।’’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন আপনাদের অংশীদারিত্বেই ভারতের জয় জয়কার হচ্ছে ।বাংলার কোণে কোণে এই চৌকিদারের যে সমর্থন ও শক্তি মিলেছে, তারই পরিণতিতে আমি আপনাদের সামনে রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে এসেছি ।আপনারা যে ভালবাসা দিচ্ছেন, আমি প্রতিজ্ঞা করছি, প্রতিদান দেবই , এভাবেই আজ কলকাতায় বিজেপি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বাংলা ভাষাতেই তার বক্তব্য শুরু করে জনসভায় উপস্থিত দলীয় সমর্থকদের মন জয় করলেন।
কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।