মিশরীয় কর্মকর্তারা বলেছেন পর্যটকদের একটি দল একটি নিষিদ্ধ এলাকায় ছিল, যখন নিরাপত্তা বাহিনী রবিবার গুলি চালায়। দুজন মেক্সিকান নাগরিক সহ অন্তত ১২ জন নিহত হয় যখন নিরাপত্তা বাহিনী পর্যটকদের ভুল করে সন্দহভাজন সন্ত্রাসী মনে করে গুলি চালায়।
মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয় সোমবার বলেছে যে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনী সন্ত্রাসীদের মোটার যান লক্ষ্য করে গুলি চালায়। পর্যটকরাও একই ধরনের মোটর যান ব্যবহার করে থাকে। মিশরের পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকার ফারাফরায় ওই ঘটনা ঘটে।
৬জন যারা প্রাণে বেচেছেন তারা মিশরে মেক্সিকোর রাষ্ট্রদূতকে বলেছেন যে বিমান ও হেলিকপ্টার থেকে তাদের কনভয়ের উপর হামলা চালানো হয়।