অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথম ওয়াশিংটন সফরে আসছেন মেক্সিকোর প্রেসিডেন্ট


নিজে কোরোনার পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থেকে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডোর, বুধবার ওয়াশিংটনে তাঁর প্রথম সফরে আসছেন I আজ তাঁর পরীক্ষার ফলাফল দেয়া হবে I ওয়াশিংটনে এক বিবৃতিতে বলা হয়, পহেলা জুলাই থেকে যে, ঐতিহাসিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তি স্বাক্ষরিত হয়, তারই স্বীকৃতিতে দুই নেতা মিলিত হচ্ছেন I

মেক্সিকোর রাজনৈতিক পর্যবেক্ষকেরা ২০১৬ সালে নির্বাচনের সময় প্রেসিডেন্ট ট্রাম্প, মেক্সিকানদের "ক্রিমিনাল" বলে সম্বোধন করায় ওয়াশিংটন সফর বাতিল করার অনুরোধ জানিয়েছিলেন I

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী, Justin Trudeau ওয়াশিংটন সফর প্রত্যাখ্যান করেছেন I

XS
SM
MD
LG