মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে গত এক সপ্তাহেই কমপক্ষে ১৬০ জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে আটক করা হয় ৮৯ বিদেশীকে -যার মধ্যে ১৫ জন বাংলাদেশী শ্রমিক রয়েছেন। মালয়েশিয়ার কেদাহ প্রদেশের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই প্রদেশে ২৭ নভেম্বর অভিযান চালিয়ে আটক করা হয় ৪০ বাংলাদেশীকে শ্রমিককে। ওই দিন দিবাগত রাতেই মালয়েশিয়ার অন্নান্যস্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও ১০৫ জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয় বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।