একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথির মোহাম্মদ-এরঅস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং সামনের কয়েকদিনের মধ্যেই তিনি বাসায় ফিরে যেতে পারবেন বলে রবিবার ঐ হাসপাতাল জানিয়েছে।
৯৬ বছর বয়সী মাহাথিরকে শুক্রবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। বিস্তারিত কোন তথ্য না দিয়ে সেখান থেকে শুধু জানানো হয় যে, তার একটি “ইলেকটিভ মেডিকেল প্রসিডিউর" বা ঐচ্ছিক অস্ত্রোপচার করা হবে।
প্রতিষ্ঠানটি জানায় যে ডাক্তারদের একটি দল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন এবং প্রাক্তন এই প্রধানমন্ত্রী "ভালভাবেই সুস্থ হয়ে উঠছেন"।
এক বিবৃতিতে আরো বলা হয়, "তিনি সম্পূর্ণ সজাগ এবং ভাল মেজাজে আছেন"। ইতোমধ্যেই, গত মাসে মাহাথির পরীক্ষা-নিরীক্ষার জন্য বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
অতীতেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল এবং বাইপাস সার্জারী করা হয়েছিল।
সাম্প্রতিক দশকগুলোতে তিনি মালয়েশিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তিনি দুই দফায় মোট ২৪ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নেতৃত্ব দেন, এবং তারপর ২০১৮ সালে, ৯২ বছর বয়সে, একটি সংস্কারবাদী জোটের নেতা হিসেবে আবার ক্ষমতায় ফিরে আসেন।তবে অন্তর্দ্বন্দের কারণে সেই সরকারটি ২০২০ সালে ভেঙে যায়।
[এএফপি]