লন্ডনের পুলিশ জানিয়েছে যে শনিবার পূর্বাঞ্চলীয় লন্ডনের লিটনস্টোন সাবওয়ে স্টেশন 'র ছুরিকাঘাতের ঘটনা সন্ত্রাসবাদী তত্পরতার অংশ হতে পারে I জানা গিয়েছে যে হামলাকারী ছুরি দিয়ে আঘাত হানার আগে "This is for Syria "বা এই হামলা সিরিয়ায় হামলা চালানোর জন্য বলে চিত্কার করে ওঠে I
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে I বৃটেনের সংসদ বুধবার ইসলামী স্টেট জঙ্গিদের বিরুদ্ধে জঙ্গি বিমান হামলা অনুনোদন করে I