অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় আজ সংসদ নির্বাচন


লিবিয়ার জনগণ আজ নতুন সংসদ গঠনের জন্য ভোট দিচ্ছেন। সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফীকে উতক্ষাত করার পর থেকে দেশটিতে লাগাতার যে সহিংসতা চলছে তা অবসানের লক্ষ্যেই তারা ভোট দিচ্ছেন।

২’শ আসনের জন্য ১৬’শোর বেশি প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট আসনের মধ্যে ৩০ টি আসন সংরক্ষিত আছে মাহিলাদের জন্য।

নতুন সাংসদ যারা নির্বাচিত হবেন তারাই ২০১২ সালে নির্বাচিত সাংসদদের স্থালাভিষিক্ত হবেন।

গত মাসে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনসহ দেশের দীর্ঘদিন অস্তিতিশীল পরিস্থিতির জন্য এদেরকেই দায়ী করা হয়।

বুধবার, প্রায় সাড়ে দশ লক্ষ বৈধ ভোটার ভোট দেবেন তবে দেশের পূর্বাঞ্চলে সহিংসতার কারনে ভোটারা ভোট কেন্দ্রে পৌঁছাতে সমস্যার সন্মুক্ষিন হতে পারেন।

XS
SM
MD
LG