রবিবার, লিবিয়ার একটি সরকারি ও ঐক্য সরকারের সূত্র থেকে জানানো হয়, যে লিবিয়ার কর্তৃপক্ষ প্রাক্তন লিবীয় নেতা, মুয়াম্মার গাদাফি'র পুত্র, সাদি গাদাফীকে মুক্তি দিয়েছে I মুয়াম্মার গাদাফীকে ২০১১ ক্ষমতাচ্যুত এবং হত্যা করা হয় I
সাদি গাদাফি, নেটো সমর্থিত উভ্যূথানের সময় নিজেরে পালিয়ে যান, তবে ২০১৪ সালে তাঁকে লিবিয়ার কাছে প্রতর্পন করা হয় এবং সেই থেকে তিনি কারাবন্দি ছিলেনI
সরকারি সূত্র জানায়, তিনি অবিলম্বে একটি প্লেনে চেপে ইস্তানবুল চলে যান I
অভ্যুথানের পর থেকে প্রায় এক দশক ধরে লিবিয়ায় বিশৃঙ্খলা, বিভক্তি ও সহিংসতা দেখা দেয় I মার্চ মাসে শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে জাতীয় ঐক্য সরকার গঠিত হয়, যাতে ডিসেম্বরে পরিকল্পিত নির্বাচনকে অন্তর্ভুক্ত করা হয়
সরকারি সূত্র জানায়, শীর্ষ উপজাতীয় নেতা ও প্রধানমন্ত্রী, আব্দুল হামিদ ডেবেইবে'র মধ্যেকার আলোচনার পর, সাদি গাদাফি মুক্তি লাভ করেন I অন্য একটি সূত্র জানায়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ফাতিহ বাসাগাও আলোচনায় জড়িত ছিলেন I
২০১৮ সালে বিচার দপ্তর জানায়, সাদি গাদাফীকে প্রাক্তন ফুটবল কোচ এবং খেলোয়াড় বশির রায়ানি'র হত্যা, প্রবঞ্চনা, হুমকি, দাসত্ব বা মানহানির জন্য দোষী বলে সাব্যস্ত করা যায় নি I
(রয়টার্স)