Print
বাংলাদেশ টেলিভিশনে এক সময় দেখানো হতো সাই-ফাই টিভি শো। সেই স্টার ট্রেকের জনপ্রিয় তারকা লিওনার্ড নিময় মারা গেছেন। স্টার ট্রেকে মিঃ স্পকের চরিত্রে অভিনয়ের জন্যে তিনি দর্শকপ্রিয়তা পান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।