জার্মানির প্রতিরক্ষা দপ্তর তাদের স্পেশাল ফোর্সেস কমান্ড (KSK ) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে I প্রতিরক্ষা দপ্তর জানায়, এই স্পেশাল বাহিনীতে কট্টর ডানপন্থী ও নিও নাৎসি দীক্ষায় প্রভাবিত সদস্যরা থাকতে পারে, এই আশংকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন I
প্রতিরক্ষামন্ত্রী, ক্রাম্প করেনবাউর বলেছেন, তাদের নেয়া তদন্তে দেখা যায়, KSK বিশেষ বাহিনী সেনাবাহিনীতে একটি গোপন সেল সৃষ্টি করেছে এবং তারা নোংরা নেতৃত্বে নিয়োজিত প্রমাণিত হলে, KSK কে নিষিদ্ধ করা হয় I
দপ্তরের একজন মুখপাত্র বলেন, ডানপন্থী, বামপন্থী অথবা ইসলামিস্ট কারুরই জার্মানির সেনাবাহিনীতে জায়গা নেই I জার্মানির সেনা সংখ্যা ২,৫০০০০ বেশি I