অ্যাকসেসিবিলিটি লিংক

হামলায় আহত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তিনি ভালো আছেন


দঃ কোরিয়ায় এক হামলায় আহত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তিনি ভালো আছেন এবং তার মনোবল শক্ত রয়েছে। সোলে এক হামলাকারী তার মুখ এবং হাতে ছুরিকাঘাত করে। রাষ্ট্রদূত মার্ক লিপার্টকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তিনি টুইটারে বলেন, তিনি এবং তার পরিবার মানুষের বিপুল সাড়া পেয়ে কৃতজ্ঞ এবং তিনি যুক্তরাষ্ট্রের সাথে দঃ কোরিয়ার সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার কাজে শিগগিরই নিয়োজিত হবেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, লিপার্ট নাস্তায় যোগ দেবার সময় ঐ হামলা ঘটে। পুলিশ পরে বলেছে, ৫৫ বছর বয়সী এক ব্যক্তি কিম কি জং ২৫ সেঃ মিঃ দৈর্ঘ্যের একটি ছুরি নিয়ে তাকে আক্রমণ করে।

XS
SM
MD
LG