অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন


বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আবেদন পত্রটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে ।এর আগে পরিবারের পক্ষ থেকে অনুরূপ একটি আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে গত ২৫শে মার্চ ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। তবে করোনার কারণে খালেদা জিয়ার চিকিৎসা ব্যাহত হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়। তাঁর সাজা স্থগিতের চলতি মেয়াদ আগামি ২৪শে সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির বিষিয়ে তাঁর আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের কাছে জানতে চাইলে তিনি আশা প্রকাশ করেন সরকার একে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে।

উল্লেখ্য, সাজা স্থগিত হওয়ার আগে দুইটি দুর্নীতির মামালায় খালেদা জিয়া ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে আদালতের দেয়া রায়ে মোট ১৭ বছর মেয়াদের কারাভোগ করছিলেন।

please wait

No media source currently available

0:00 0:02:10 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG