যুক্তরাষ্ট্রের পররষ্ট্র মন্ত্রী জন কেরী রাশিয়ার পররষ্ট্রমন্ত্রীর সংগে বৈঠক শুরু করেছেন। ঐ বৈঠকে দুইদেশের প্রতিরক্ষা মন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। জন কেরী বলেন, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা শুক্রবার ওয়াশিংটনে বৈঠক করছেন। দুটি দেশকে আলাদা অবস্থানে নিয়েছে এমন বেশ কিছু বিষয়ে তারে আলাপ আলোচনা করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আগামী মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদীমির পুটিনের সংগে যে পূর্ব পরিকল্পিত বৈঠকের কথা ছিল সেটা দু’দিন আগে তিনি বাতিল করার পরপরই এই বৈঠক শুরু হ’ল। দু’দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হওয়ার পরপর এই আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র পররষ্ট্রমন্ত্রী জন কেরী এবং প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেয়ী লাভরভের সংগে আলোচনা করছেন। তাদের আলোচনায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়সহ স্নোডেন ইস্যু ,সিরিয়া, বিশ্বের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়াইট হাউজের মুখপাত্রী জেন পাসাকী বলেন, স্নোডেন ইস্যু ছাড়াও রাশিয়ার সংগে এখনো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আছে। এর মধ্যে আফগানিস্থান, উত্তর কোরিয়, ইরান এবং সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক শান্তি আলোচনার উদ্বোগও অন্তর্ভূক্ত রয়েছে।