অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাথলিক পুরোহিতের বিরুদ্ধে করোনোভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ


বৃহস্পতিবার কেনিয়ার আদালত এক ক্যাথলিক পুরোহিতের বিরুদ্ধে করোনোভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে। কেনিয়ায় এ নিয়ে দ্বিতীয় ব্যক্তি যিনি এই জাতীয় অভিযোগের মুখোমুখি হলেন।

কেনিয়ায় করোনভাইরাসে এ পর্যন্ত ১১ জন নিহত ও ২৩৪জন আক্রান্ত হয়েছে। কেনিয়া জনসমাগম নিষিদ্ধ করেছে, জানাজায় উপস্থিত শোকার্তদের সংখ্যা সীমাবদ্ধ করেছে, প্রতিদিন কারফিউ আরোপ করেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়া চারটি অঞ্চলে প্রবেশ সীমিত করেছে। কর্তৃপক্ষ বলার পরে ইতালি সফরের পর করোনাভাইরাস পৃথকীকরণের নিয়ম মানতে ব্যর্থ হন বলে ক্যাথলিক পুরোহিত রিচার্ড ওন্যাঙ্গো ওদুরের বিরুদ্ধে "অবহেলা করে একটি সংক্রামক রোগ ছড়ানোর" অভিযোগ তোলা হয়।

তিনি নাইরোবি আদালতে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং এক হাজার চারশো পনের ডলারের বন্ডে মুক্তি পান। তাকে আরও চৌদ্দদিন পৃথকীকরণে কাটাতে এবং মে মাসের ২ তারিখে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়।

XS
SM
MD
LG