অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রাণ সহায়তা গ্রহণের জন্য কাবুল বিমানবন্দর আবার চালু


হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রবেশদ্বারের সাধারণ দৃশ্য যা কাবুলের বিমানের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। ৪ সেপ্টেম্বর ২০২১।
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রবেশদ্বারের সাধারণ দৃশ্য যা কাবুলের বিমানের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল। ৪ সেপ্টেম্বর ২০২১।

শনিবার আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে কাতারের রাষ্ট্রদূত বলেছেন, ত্রাণ সহায়তা পেতে কাবুল বিমানবন্দর আবার চালু করতে সক্ষম হয়েছে একটি কারিগরি দল এবং শীঘ্রই বিমান বন্দরটিকে বেসামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত হবে।

আল জাজিরা জানিয়েছে , রাষ্ট্রদূত জানিয়েছেন কাবুল বিমানবন্দরের রানওয়েটি আফগানিস্তানের কর্তৃপক্ষের সহযোগিতায় মেরামত করা হয়েছে। কাতারি নিউজ চ্যানেল আরও জানিয়েছে, কাবুল থেকে মাজার-ই-শরীফ ও কান্দাহার শহরে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করছে।

XS
SM
MD
LG