জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ২০২০ সালের অলিম্পিক গেইমেসের আয়োজক হওয়ার যে চেষ্টা করছে তাতে জাপানের ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ স্থাপনায় ক্রমাগত তেজস্ক্রিয় পানি চুইয়ে পড়া কোন হুমকী নয়।
মিঃ আবে বুধবার রাশিয়ায় জি২০’র বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি এই মন্তব্য করেন, যিনি পারমানকিব শক্তির একজন সমর্থক। মিঃ আবে সাংবাদিকদের বলেন বৈঠকের পর তিনি আর্জেন্টিনা সফর করবেন, সেখানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে জানাবেন যে আগামী সাত বছরে এই সমস্যাটি সম্পূর্নভাবে সমাধান করতে পারবেন।
তিনি বলেন, “ফুকুশিমার তেজস্ক্রিয় পানি চুইয়ে পড়ার বিষয়ে যে উদ্বেগ রয়েছে আমরা তা জানি।আমাদের সরকার এই বিষয়টির দায়িত্ব নেবে এবং নিশ্চিত যে এই সমস্যারও সমাধান হবে। আমরা জো্রালো পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর যাতে ২০২০ সালের মধ্যে আর কোন সমস্যা থাকবে না।”
২০২০ সালের অলিম্পিক গেইমস আয়জ়নের জন্য টোকিও মাদ্রীদ এবং ইস্তানবুল জোর প্রতিযোগিতায় নেমেছে। সেপ্টেম্বরের সাত তারিখে বুয়েনস আইরিসে আইওসি এবিষয়ে সিদ্ধান্ত নেবে।