জাপান সরকার শুক্রবার সর্তক করেছেন যে সপ্তাহান্তে টোকিওতে অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক ঝড় মারাত্মক ভাবে আঘাত হানার আগেই এলাকাবাসীরা যেন নিরাপদ এলাকায় সরে যান এবং প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখেন।
পূর্বাভাসে বলা হয়েছে ঝড়ের সংগে দুই ফিট পর্যন্ত প্রবল বৃষ্টি হবেএবং সেই সংগে বাতাসের বেগ মারাত্মক আকার ধারণ করবে।
শনিবার বিশ্বকাপ “রাগবি” অনুষ্ঠিত হওয়ার যে কথা ছিল তা ঝড়ের কারণে বাতিল করা হয়েছে। সেই সংগে বিমানের ফ্লাইট এবং ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।