জাপানের একটি সংবাদপত্র জানায়, জাপানে নতুন করে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায়, অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের সংখ্যা সীমিত করা হবে এবং ভিএইপি এবং শুধুমাত্র বিশেষ অতিথিদের মধ্যে তা সীমাবদ্ধ থাকবেI
মঙ্গলবার, আশাহী শিম্বুন পত্রিকা জানায়, বৃহত্তর কর্মসূচির এটি একটি অংশ, যার মাধ্যমে বড় ভেন্যুতে, রাত্রিকালীন অনুষ্ঠানে দর্শনার্থীদের উপস্থিতি নিষিদ্ধ করা হবে I
২১ শে জুন, আয়োজকেরা ১০,০০০ দর্শকের উপস্থিতিকে অনুমোদন দিয়েছিলেনI আশাহী শিম্বুন জানায়, সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি পরিবর্তিত পরিস্থিতিতে দর্শকদের নতুন সংখ্যার অনুমোদন দেবেনI