জামায়াতে ইসলামের নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে, তাঁর করা রিভিউ আবেদনের নিষ্পত্তি করেছে দেশের সর্বচ্চো আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার এ রায় ঘোষণা করে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ বলেছে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে এ রায় নেয়া হয়েছে।
একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে এবং রঞ্জিত দাস ও টনটু সেনকে হত্যার দায়ে ২০১৪ সালের ৩০ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগগুলোতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় একটি বিশেষ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর মির কাসেম সুপ্রিম কোর্টে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন।
গনজাগরন্মঞ্চসহ বিভিন্ন সংগঠন রায়কে সাগত জানিয়েছে । তবে ওই রায়ের প্রতিবাদে বুধবার দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।