অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালিতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কোভিড নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে



পর্যটকেরা ইতালির ভেনিস নগরে একটি ব্রিজের ওপর দিয়ে হাঁটছেন, ১৭ই জুন, ২০২১ - এপি
পর্যটকেরা ইতালির ভেনিস নগরে একটি ব্রিজের ওপর দিয়ে হাঁটছেন, ১৭ই জুন, ২০২১ - এপি

সংক্রমণ বৃদ্ধির কারণে ইতালি, বৃহস্পতিবার কোভিড-১৯'এর সংক্রমণ মোকাবিলায় নতুন পদক্ষেপ নেবার কথা ঘোষণা করেছেI অত্যন্ত দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভেরিয়েন্টের কারণে, ইতালিতে আবারো সংক্রমণ বৃদ্ধি পেয়েছেI গত সপ্তাহে নতুন করে সংক্রিমতের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পায় এবং দেশটিতে এখন প্রতিদিন ৫০০০'এর বেশি লোক সংক্রমিত হচ্ছেনI এই সংখ্যা আরো বাড়বে এই আশংকা করে, প্রধানমন্ত্রী, মারিও দ্রাগি বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, নতুন বাধানিষেধ ৬ই অগাস্ট থেকে জারি করা হচ্ছে, যা ৩১শে ডিসেম্বর অব্দি বলবত থাকবেI

প্রধানমন্ত্রী দ্রাগি জানান, বিনোদন ও অবসর যাপনসহ বেশ কিছু পরিষেবায় কথিত গ্রীন পাস ব্যবহার করতে হবেI এই গ্রীন পাস প্রত্যয়ন করবে যে ,ঐ ব্যক্তি অন্তত একটি টিকা নিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় করোনা নেগেটিভ ছিল এবং তিনি সদ্য ভাইরাস থেকে মুক্ত হয়েছেনI

রেস্তোরাঁ, খেতে বা পানশালায় পান করতে, স্পোর্টস, মিউজিয়াম, মুভি থিয়েটার, জিম এবং মিটিংএ অংশ গ্রহণের বেলায়, এই গ্রীন পাস অবশ্যই ব্যবহার করতে হবেI

প্রধানমন্ত্রী দ্রাগি বলেন, ইতালির অর্থনীতির অবস্থা এখন ভালোর দিকে, এমনকী বর্তমানে ইউরোপের অনেক দেশের চাইতে তার প্রবৃদ্ধি ভালI তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখতে, এই গ্রীন পাস অত্যাবশ্যকীয়, যাতে করে আগামীতে লোকজনদের সংক্রমণের মুখে পড়তে হবে না, এই আস্বস্ত হয়ে তারা বিনোদন উপভোগ করতে পারেনI

XS
SM
MD
LG