যুক্তরাষ্ট্র ইসরায়েল অধিকৃত পশ্চিম তট এবং পূর্ব জেরুযালেমে তিন হাজার নতুন বসতি স্থাপনের ইসরায়েলী ঘোষণার সমালোচনা করেছে। ফিলিস্তিনী কর্তৃপক্ষের জাতিসঙ্ঘের স্বীকৃতি লাভের পর পরই ইস্রাইল তাদের বসতি স্থাপনের সিদ্ধান্তের কথা প্রকাশ করে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন বলেন, যুক্তরাষ্ট্রের পুর্বেকার প্রশাসন গুলির মত ওবামা প্রশাসন ইসরায়েলকে এ ব্যপারটি স্পষ্ট ভাবে জ্ঞাত করেছে যে এই ধরনের তৎপরতা আপোষের মাধ্যমে শান্তিতে পৌছুনোর পথে অন্তরায়।
মিয ক্লিন্টন ওয়াশিংটনে Saban Center for Middle East Policy- এর এক ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইস্রাইলী পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেথানিয়াহুর সরকার ভবন নির্মানের অনুমতি দিয়েছে, তাছাড়া তারা পশ্চিম তটের অন্যান্য এলাকায় প্রাথমিক স্থান নির্ধারন সংক্রান্ত কর্মকান্ড অনুমোদন করেছে।
ইসরায়েলের ওই পদক্ষেপ ফিলিস্তিনীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, তাঁরা জাতিসংঘে ফিলিস্তিনী সংক্রান্ত ঐতিহাসিক সিদ্ধান্তে বিজয় উল্লাসে লিপ্ত ছিলো। সম্প্রতি জাতিসঙ্ঘ ফিলিস্তিনী কর্তৃপক্ষের পদমর্যাদা জাতিসঙ্ঘের অসদস্য পর্যবেক্ষক পর্যায়ে উন্নীত করে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন বলেন, যুক্তরাষ্ট্রের পুর্বেকার প্রশাসন গুলির মত ওবামা প্রশাসন ইসরায়েলকে এ ব্যপারটি স্পষ্ট ভাবে জ্ঞাত করেছে যে এই ধরনের তৎপরতা আপোষের মাধ্যমে শান্তিতে পৌছুনোর পথে অন্তরায়।
মিয ক্লিন্টন ওয়াশিংটনে Saban Center for Middle East Policy- এর এক ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইস্রাইলী পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরায়েলী কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেথানিয়াহুর সরকার ভবন নির্মানের অনুমতি দিয়েছে, তাছাড়া তারা পশ্চিম তটের অন্যান্য এলাকায় প্রাথমিক স্থান নির্ধারন সংক্রান্ত কর্মকান্ড অনুমোদন করেছে।
ইসরায়েলের ওই পদক্ষেপ ফিলিস্তিনীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে, তাঁরা জাতিসংঘে ফিলিস্তিনী সংক্রান্ত ঐতিহাসিক সিদ্ধান্তে বিজয় উল্লাসে লিপ্ত ছিলো। সম্প্রতি জাতিসঙ্ঘ ফিলিস্তিনী কর্তৃপক্ষের পদমর্যাদা জাতিসঙ্ঘের অসদস্য পর্যবেক্ষক পর্যায়ে উন্নীত করে।