অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সবচেয়ে বড়ো তেল শোধনাগারের অদূরে জঙ্গিরা একটা সামরিক হেলিকপ্টার ভুপাতিত করেছে


যুক্তরাষ্ট্রের বিমান হামলার মদত পেয়ে কুর্দি মিলিশিয়া বাহানিী ইসলামিক স্টেইট জঙ্গিদেরকে তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার কোব্বানী শহর থেকে পিছু হঠাতে সক্ষম হয়েছে।আঈন আল আরব নামেও পরিচিত ঐ শহরটির জন্যে লড়াই চলছে তিন সপ্তাহ ধরে- লড়াই ক্রমেই জোরদার হয়েছে-বিভিন্ন রণাঙ্গনে জাঁকিয়ে বসেছে IS জঙ্গিরা।

বুধবার ইরাকে IS জঙ্গি বিরোধী,ইরাকি বাহিনী কিছুটা পর্যুদস্ত হয়েছে-দেশটির সবচেয়ে বড়ো তেল শোধনাগারের অদূরে জঙ্গিরা এক সপ্তাহের ভেতর এই নিয়ে দ্বিতিয় বারের মতো ইরাকের একটা সামরিক হেলিকপ্টার ভুপাতিত করেছে- নিহত হয়েছেন হেলিকপ্টারের দু’ই বৈমানিক।

ঐ শোধনাগারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেই জুনের প্রথম ভাগ থেকেই ইরাকি বাহিনী জঙ্গিদের সঙ্গে লড়ে চলেছে নিরন্তর।

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলছে-জোট বাহিনীর বিমান হামলায় গত দু’ দিনে বিমান বিধ্বংসি কামান, চেক পয়েন্ট এবং ভবন অট্রালিকা ধংস করা হয়েছে।

ইতিমধ্যে,কুর্দি লড়াকুরা ইসালামি স্টেইট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে আরো আন্তর্জাতিক সমর্থনের আর্জি জানিয়েছে।এ বছর ঐ জঙ্গিরা সিরিয়া ও ইরাকে বড়ো মাপে ভূখন্ডগত ফায়েদা অর্জন করেছে।

XS
SM
MD
LG