অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামাবাদে শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণে কট্টরপন্থীদের বাঁধা  


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণে সরকার যে অনুমতি দিয়েছিলো,কট্টরপন্থী ধর্মীয় নেতা ও রাজনীতিকদের বিক্ষোভের কারণে সেই নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে I কট্টরপন্থী বিক্ষোভকারীরা জানান, ইসলামাবাদের মাটিতে এই মন্দির গড়া যাবে না I এই মন্দিরে বৈদ্যুতিক চিতায় দেহ সৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানের নিমিত্ত হিন্দুদের একটি কমিউনিটি সেন্টার বানানোর সুবিধা ছিল, যাকে পাকিস্তানে ধর্মীয় সহিষ্ণুতার একটি বিশেষ পদক্ষেপ বলে ভাবা হোত I

পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান মন্দির নির্মাণ বাবদ ১০ লক্ষ ডলার পরিমান অর্থ অনুমোদন করেছিলেন I তিনি বলেন পাকিস্তানে ধর্মীয় অধিকার পালনের সুযোগ সবার রয়েছে; তাই মন্দির গড়ার অধিকার তাদের ন্যায্য অধিকার I

XS
SM
MD
LG