অ্যাকসেসিবিলিটি লিংক

মসলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে ৭০০ ভিডিও ফুটেজ খুঁজে দেখছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র সেন্টাল কমান্ডের একজন মুখপাত্র সোমবার জানিয়েছেন, ইসলামিক স্টেট বিরোধী কোয়ালিশনের বিমান হামলায় মসলে ১০০ জনের বেশী বেসামরিক মানুষ নিহত হয়েছে, এমন প্রতিবেদন বিশ্বাসযোগ্য কিনা, তা জানতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৭০০ এর বেশী ভিডিও ফুটেজ খুঁজে দেখছেন।

মুখপাত্র বলেন, “আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। এটাই এখন মসলে সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ।“

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ইরাকের উত্তরাঞ্চলের শহর মসলে বেসামরিক লোকজনের মৃত্যু হওয়া একটা মর্মান্তিক ঘটনা এবং তারা ওই অভিযোগ তদন্ত করে দেখছেন।

পেন্টাগন বলেছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে কোয়ালিশন জঙ্গী বিমান ১৭ই মার্চ মসলের পুরানো শহরে যে স্থানে হামলা চালায়, ওই একই স্থানে বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ইরাকী বাহিনী, কোয়ালিশনের বিমান হামলার সহায়তায়, ইসলামিক স্টেট যোদ্ধাদের কাছ থেকে পশ্চিম মসলের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার জন্য অভিযান চালাচ্ছে। ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ইসলামিক স্টেট যোদ্ধারা ওই এলাকা দখল করে।

XS
SM
MD
LG