অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমাবাজের আক্রমণে ইরাকী উর্ধতন সামরিক কর্মকর্তা নিহত হন


Baghdad, Iraq map
Baghdad, Iraq map
ইরাকী কর্মকর্তারা বলেন, এক আত্মঘাতী বোমাবাজ একজন উর্ধতন গোয়েন্দা কর্মকর্তা এবং তাঁর দু’জন দেহরক্ষীকে হত্যা করেছে। এর আগে প্রকাশিত তথ্যে বলা হয়, তিন জন দেহরক্ষী মারা গেছে।

ঐ মরনঘাতী বিস্ফোরণটি ঘটে শনিবার ইরাকের উত্তরাঞ্চলে।

কর্মকর্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আলী আইউনি তাল আফারে তাঁর বাসভবন থেকে বার হবার সময়ে বোমাবাজের বিস্ফোরনে প্রান হারান। ইরাকে সাম্প্রতিক সপ্তাহ গুলিতে আক্রমন বৃদ্ধি পেয়েছে।
XS
SM
MD
LG