যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ইরানের পরমানু কর্মসূচি বিষয়ে আলোচনার জন্য ভিয়েনা যাচ্ছেন I এপ্রিল মাসে সম্পাদিত চুক্তির রুপরেখাতে কিছু কিছু বিষয়ে মতপার্থ্যক্য থাকবার কারণে ইরানি নেতারা পিছিয়ে আসেন, তাই আশংকা বাড়ছে যে চূড়ান্ত সময়সীমা মেয়াদ আরো বাড়ানো হতে পারে I
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই দাবি করেছেন যে চুক্তি সম্পাদনের পর ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাগ্গা প্রত্যাহার করে নিতে হবে I তবে পশ্চিমী নেতারা পর্যায়ক্রমে সেই নিষেধাগ্গা তুলে নেবার পক্ষপাতি I