অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য রয়ে গেছে: জন কেরি


ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে একটি সামগ্রিক চুক্তি সম্পাদনের সময়সীমা যখন ঘনিয়ে আসছে তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলছেন যে ইরান ও বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনায় একটা গুরুতর মতপার্থক্য রয়ে গেছে।

ভিয়েনায় জার্মান পররাষ্ট্র মন্ত্রী ফ্র্যাঙ্ক –ওয়াল্টার স্টাইনমাইয়ারের সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠকের প্রারম্ভে কেরী এই মন্তব্য করেন। স্টাইনমাইয়ার বলেন যে প্রধান প্রশ্নটা হচ্ছে যে ইরান, পামানবিক অস্ত্র আহরণের গবেষণা বন্ধ করতে প্রস্ততি কি না।

আলোচনায় ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক সুত্র ফরাসী বার্তা সংস্থা এ এফপিকে বলেছে যে দু পক্ষের মধ্যে বিশাল ফারাক রয়েছে। সুত্রটি বলছে যে চুক্তিটি শুধুমাত্র হতে পারে কেবল কিছু অভিন্ন রূপরেখার ব্যাপারে, যার বিস্তারিত বিষয় পরে ঠিক করা যাবে।

XS
SM
MD
LG