অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক চুক্তি নিয়ে পি ফাইভ প্লাস ওয়ান গোষ্ঠীর চুক্তি বিষয়ে ডক্টর আলী রিয়াজের মন্তব্য


জেনিভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্হায়ি পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ফ্রান্স,রাশিয়া,চীন এবং তার সঙ্গে জার্মানী – এই five plus one-এর যে চুক্তি হলো ইরানের সঙ্গে রবিবার জেনিভায়, ইরানের পারমানবিক কর্মসূচীর ব্যাপারে, তাতে করে ইরানের পারমানবিক কর্মসূচী উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পাবে – ইরানের আনবিক বোমা তৈরির সুযোগ রুদ্ধ হবে – আর বিনিময়ে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক বিধিনিষেধ ভবিষ্যতে প্রয়োজনবোধে আবার বলবত করা যেতে পারবে এভাবে বিধিনিষেধ কিছু মাত্রায় শিথিল হবে । য়ুনিভার্সিটি অফ ইলিনয়ের অধ্যাপক- রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এ চুক্তির তাত্পর্য্য ব্যাখ্যা করেন ভয়েস অফ এ্নযামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:25 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG