ইরানের শীর্ষ পরমাণু আলোচক শনিবার জানান, আলোচনায় সাফল্য আসছে, তবে চুক্তিতে পৌঁছাতে আরো অনেক কিছুই করতে হবেI যুক্তরাষ্ট্র চুক্তিটি ৩ বছর আগে পরিত্যাগ করার পর, তা পুনরুজ্জীবিত করতে বিশ্ব নেতারা এখন ভিয়েনায় আলোচনা শুরু করেছেনI
ইরানের শীর্ষ আলোচক, আব্বাস আরাকচি বলেছেন, "আমাদের বোঝাপড়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছেI তবে এখনো মতানৈক্য রয়েছে প্রচুর, তাই সামনের পথটা খুব সোজা নয়"I
চুক্তি সম্পাদনে সবচাইতে বড় বাধা এখন, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের UF6 সমৃদ্ধকরণ, যে প্রক্রিয়া তাদের পরমাণু অস্ত্র নির্মাণে সহায়ক হবেI ইরান জানায়, গত সপ্তাহে নাতাঞ্জ পরমাণু প্রকল্পের বিদ্যুৎ ব্যবস্থায় হামলার পর, তারা এই সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি করেছেI ইরান, ইসরাইলকে হামলার জন্য দোষারোপ করেছেI