অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানী সংসদ এবং খোমেনীর মাজারে আক্রমণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট


Tehran Terrorist Attack Khomeini Shrine حملات تروریستی تهران
Tehran Terrorist Attack Khomeini Shrine حملات تروریستی تهران

ইসলামিক স্টেট বলেছে বুধবার ইরানে যে দুটি স্থানে আক্রমণ হয়, সেটার জন্য তারাই দায়ী। ইরানের সংসদ এবং প্রয়াত সাবেক নেতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনীর মাজার ওই আক্রমণের লক্ষ্যস্থল ছিল। হামলা শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই ইসলামিক স্টেটের আমাক সংবাদ সংস্থা ওই দাবী জানায়।

ইরানী বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হয়, তিন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা আক্রমণকারী মাজারে চড়াও হয়। হামলায় অন্তত একজন নিহত হয় আহত হয় অন্য বেশ কয়েকজন। রিপোর্টে বলা হয় পুলিশ অন্তত এক আক্রমণকারীকে গ্রেফতার করে ও আরেকজনকে হত্যা করে।

ইরানী সংসদে হামলায় আক্রমণকারী ভবনের ভেতরে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় । হামলাকারীদের মধ্যে তিন বন্দুকধারী ছিল। এক নিরাপত্তা রক্ষী নিহত হয় আহত হয় বেশ কয়েকজন।

ইসলামিক স্টেট চরমপন্থী গ্রুপ, ইরান ও সিরিয়ায় ইরান সমর্থিত গ্রুপের বিরোধীতা করে এবং ইরানের শিয়া সংখ্যাগরিষ্ঠদের স্বধর্ম ত্যাগকারী এবং এদের মৃত্যু হোক বলে মনে করে।

XS
SM
MD
LG