অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রেসিডেন্ট বলছেন প্রতিপক্ষরা তাঁর দেশের দিকে বন্দুক তাক করা বন্ধ করলে আলোচনা এগিয়ে যেতে পারে


ইরানের প্রেসিডেন্ট বলছেন যে তার দেশকে বিতর্কিত পারমানবিক কর্মসূচি নিয়ে আপোষ করতে চাপ দেওয়া যাবে না। রোববার মাহমুদ আহমেদিনিজাদ এ রকম আভাষ দেন যে ইরানের প্রতিপক্ষরা যদি , তাঁর কথায় তাঁর দেশের দিকে বন্দুক তাক করে রাখা বন্ধ করেন তা হলে আলোচনা এগিয়ে যেতে পারে।

আজ রোববার তাঁর দেশের ইসলামি বিপ্লবের ৩৪ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত তেহরানের এক সমাবেশে তিনি এ কথা বলেন। তাঁর ভাষণ সরাসরি রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে প্রচার করা হয়। তবে পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার অনুমতি দেওয়ার কর্তৃত্বটি প্রেসিডেন্ট আহমেদিনিজাদের হাতে নয়। ঐ ক্ষমতাটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে ন্যস্ত। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের উইসকানসিন য়ূনিভার্সিটির সাবেক অধ্যাপক , ফ্লরিডা নিবাসি রৌয বুশ প্রফেসার ডক্টর জিল্লুর রহমান খান । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।usiran relations
please wait
Embed

No media source currently available

0:00 0:05:23 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG