যুক্তরাষ্ট্র , সুইডেনে অনুষ্ঠিত ইয়েমেন শান্তি আলোচনার সকল পক্ষের প্রশসংসা করেছে। ঐ আলোচনায় অস্ত্র বিরতি, হুদায়দাতে সৈন্য প্রত্যাহার , বন্দি বিনিময় এবং তায়েজ শহরে মানবিক সাহায্যের জন্য পথ খুলে দেয়ার মতো যে সব বিষয়ে সৌদি সমর্থিত সরকারী বাহিনী এবং বিদ্রাহী হুথিদের মধ্যে যে সহমত হয়েছে সেটি প্রশংসনীয় । এই ঐকমত্য কতদিন বহাল থাকবে , এর প্রভাব, প্রতিক্রিয়া ও আনুসঙ্গিক বিষয় নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাংকট ফ্যাকাল্টি সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ: