অ্যাকসেসিবিলিটি লিংক

লস এঞ্জেলেসে বসবাসরত কণ্ঠশিল্পী কাজী নাজির আহমেদ হাসিবের সাক্ষাত্কার


সাক্ষাত্কারে আজ আমাদের অতিথি লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান কণ্ঠশিল্পী কাজী নাজির আহমেদ হাসিব। বাংলাদেশ বেতার টেলিভিশনের এক সময়কার শিল্পী। পচিঁশ বছর আছেন আমেরিকাতে। সঙ্গীত চর্চা ছাড়েননি। উচ্চাঙ্গ, নজরুল, গজল, ঠুমরী গেয়ে থাকেন।

শীঘ্রই বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী জিনাত রেহানা এবং কাজী নাজির আহমেদ হাসিব যুক্তরাষ্টের বিভিন্ন শহরে সঙ্গীত সফর শুরু করতে যাচ্ছেন। এসব নিয়ে কথা বলেছেন মাসুমা খাতুনের সঙ্গে।

XS
SM
MD
LG