অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার অর্থনৈতিক প্রভাব প্রসঙ্গে সিপিডি ‘র ড মুস্তাফিজুর রহমান


বাংলাদেশে জামায়াতে ইসলামিরা গাড়িতে আগুন ধরিয়ে দিলে , গাড়ির চালক সাহায্যের জন্য চিতকার করছেন।
বাংলাদেশে জামায়াতে ইসলামিরা গাড়িতে আগুন ধরিয়ে দিলে , গাড়ির চালক সাহায্যের জন্য চিতকার করছেন।
বাংলাদেশে যে ক্রমাগত রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ চলছে , তার প্রতিকুল প্রভাব পড়েছে অর্থনীতিতেও বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ড চলছিল পূর্ণ গতিতে। জাতীয় ও আন্তর্জাতিক তথ্যে-উপাত্তে যখন বাংলাদেশের উন্নতির সূচক আশাব্যঞ্জক , ঠিক সেই মূহুর্তে রাজনীতির মাঠের সহিংসতা অর্থনীতিকে পর্যদূস্ত করছে। এ সম্পর্কেই বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং Center for Policy Dialogue এর নির্বাহী পরিচালক ড মুস্তাফিজুর রহমান ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটি টেলিফোন সাক্ষাৎকারে আলোকপাত করেছেন। তিনি বলেন যে বর্তমানে যে সাংঘর্ষিক রাজনীতি চলছে এর ফলে অর্থনীতির উপর বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন যে একদিকে বিনিয়োগের উপর এর প্রভাব পড়ছে। সরকারী খাতে গত চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন গত বছরের তূলনায় কম। অন্যদিকেপ্রকল্প উণ হিসেবে বৈদেশিক সাহায্য যে আসছে সেটার বাস্তবায়ন ও হচ্ছে না। ড রহমান করেন রাজনৈতিক স্থিতিশলিতা আসলে , অর্থনৈতিক অবস্থা ভালো হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে দেশের ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ কমে যেতে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা , বিশেষত পোশাক শিল্পের অর্ডার অন্যত্র চলে যেতে পারে। তাঁর সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন , আনিস আহমেদ :


please wait

No media source currently available

0:00 0:04:37 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG