অ্যাকসেসিবিলিটি লিংক

ইলিনয় রাজ্যের ডেমোগ্র্যাফার ডক্টর মোহাম্মদ শহিদুল্লার সাক্ষাত্কার


ইলিনয় রাজ্যের ডেমোগ্র্যাফার ডক্টর মোহাম্মদ শহিদুল্লার সাক্ষাত্কার
ইলিনয় রাজ্যের ডেমোগ্র্যাফার ডক্টর মোহাম্মদ শহিদুল্লার সাক্ষাত্কার

ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের জনসংখ্যাবিদ – সংখ্যাতত্ববিদ । গেলো সপ্তাহে যুক্তরাষ্ট্র সেন্সাস ব্যুরো আয়োজিত এক বাত্সরিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন এসেছিলেন । সে সময় তিনি আমাদের স্টুডিওতে আসেন এবং আমাদের সঙ্গে এক সাক্ষাত্কারে জনসংখ্যা সংশ্লিষ্ট বিষয় এবং তিনি যে ফুলব্রাইট স্কলারশিপের আওতায় বাংলাদেশে প্রশিক্ষণ দানের কাজে গিয়েছিলেন, তা নিয়ে আলোচনা করেন । স্টুডিওতে তাঁর সাক্ষাত্কার নেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG