ভারত, অগাস্ট মাসের মাঝামাঝির পর থেকে গতকাল রবিবার সবচাইতে কম সংখ্যক দৈনিক কোভিড পরীক্ষা চালায়, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় রাজ্য সরকারগুলিকে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের উৎসব সময়কালে তাদের সতর্কতা না কমানোর অনুরোধ জানান I
সোমবার ভারতের সরকারি পরিসংখ্যানে দেখা যায়, রবিবার রাজ্য ও কেন্দ্র প্রশাসিত অঞ্চলে ১১ লক্ষ ৮০ হাজার পরীক্ষা চালানো হয়, যা শনিবারের ১৫ লক্ষ৬০ হাজারের চাইতে কম। দিনে ২০ লক্ষের বেশি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে।
বেশির ভাগ রাজ্য সাম্প্রতিক সপ্তাহগুলিতে পূর্ণ টিকাপ্রাপ্ত যাত্রীদের ওপর বাধ্যতামূলক পরীক্ষা কর্মসূচি কমিয়ে আনলে এবং জনগণের যাতায়তের সুবিধা করে অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা্ নেয়ার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় এই অনুরোধ জানায়I
টিকা দেয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে দিনে নুতন সংক্রমণের সংখ্যা প্রায় ৩০ হাজারে স্থিতিশীল রয়েছে Iকেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার রাজ্য সরকার ও কেন্দ্র প্রশাসিত অঞ্চলে পরীক্ষা কর্মসূচি বাড়ানোর নির্দেশ দিয়েছে, কারণ উৎসবের মওসুমে নতুন সংক্রমণের ঢেউ দেখা দিতে পারেI ভারতের সংবিধান অনুযায়ী স্থানীয় সরকারগুলি তাদের নিজ নিজ রাজ্যের স্বাস্থ্য নীতির জন্য দায়ী I
রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর, শনিবার স্বাস্থ্য দপ্তর জানায়, এখানে আত্মতুষ্ট হওয়ার কিছুই নেই এবং দপ্তর স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে হাসপাতালের অবকাঠামো, অক্সিজেন সরবরাহ, এম্বুলেন্স পরিষেবা এবং প্রয়োজনীয় ওষুধের মজুত বৃদ্ধির আবেদন জানায়I
ভারতের হাসপাতালগুলিতে শয্যা, অক্সিজেন ও ওষুধের চরম ঘাটতি দেখা দিলে এপ্রিল ও মে মাসে সে দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুহার তীব্রতম আকার নেয়।সংক্রমণের সর্বোচ্চ সংখ্যার বেলায় সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের স্থানI ভারতের প্রাপ্ত বয়ষ্ক জনগোষ্ঠীর প্রায় ৬৪% অন্তত একটি এবং ২২% দুটি টিকা পেয়েছেনI
সোমবার ভারত ৩০,২৫৬ টি নুতন সংক্রমণ এবং ২৯৫ জনের মৃত্যুর খবর দিয়েছে, যার ফলে সর্বমোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩ কোটি ৩৪ লক্ষ ৮০ হাজারে এবং মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৫,হাজার, ১৩৩ এ I