দেশবাসীর মনোবল বাড়াতে এবার বার্তা এল ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। এর আগে একই ধরনের বার্তা এসেছিল বায়ুসেনার কাছ থেকে।
উল্লেখ করা যেতে পারে এর আগে ট্যুইটারে বায়ুসেনার তরফে দেশের মানুষের মনোবল বাড়াতে কবিতা পোস্ট করা হয়েছিল। আজ শনিবার ভারতীয় সময় সকালে ভারতীয় সেনাবাহিনীর তরফে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা হয়।ওই পোস্টের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সেনাবাহিনীর তরফে বার্তা দেওয়া হয়েছে যে যুদ্ধের জন্য তারা প্রস্তুত। দেশই সেনাবাহিনীর কাছে প্রথম অগ্রাধিকার। যুদ্ধে জিততেও তারা প্রস্তুত।এই বার্তাকে বিশেষ নাম দেওয়া হয়েছে সেনাবাহিনীর তরফে। এই পোস্টকে বলা হয়েছে #SATURDAY MOTIVATION, #SATURDAY THOUGHTS.