ভারতের দু’ হাজার উনিশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি নির্বাচনী-লড়াইয়ে নেমে গিয়েছে ক্ষমতাসীন বি-জে-পি দল । বিষয়টির পর্যবেক্ষনে পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে, বিশেষ ক’রে পশ্চিম বঙ্গের প্রেক্ষাপটে, তারই বিশ্লেষন সহ রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।