ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখার প্রধান জেনারেল বিপিন রাওয়াত বৃহস্পতিবার দিল্লিতে আন্তর্জাতিক আলোচনা সভা রাইসিনা ডায়ালগে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের পিছনে যতদিন রাষ্ট্রের মদত থাকবে, ততদিন সন্ত্রাস চলতেই থাকবে।
নাম না করেও পাকিস্তানের দিকেই ইঙ্গিত করে রাওয়াত বলেন, ভারতের ওপর সন্ত্রাসী হামলার মদতদাতাদের নিষ্ক্রিয় করা দরকার। এ জন্য যুক্তরাষ্ট্রের পথে যেতে হবে। ৯/১১'র হামলার পর যুক্তরাষ্ট্র যেমন আফগানিস্তানে অভিযান চালিয়ে প্রথমে তালিবানকে নিষ্ক্রিয় করেছিল। তার পরে পাকিস্তানের অ্যাবটাবাদে গোপনে হানা দিয়ে আল কায়দার মাথা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, মূলত এই রাইসিনা ডায়ালগে অংশ নিতেই যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের প্রিন্সিপ্যাল উপ সহকারী সচিব অ্যালিস ওয়েলস এখন ভারতে এসেছেন।
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা