অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ভবন ধ্বসে অন্তত ১৫ জন নিহত


ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলের গোয়াতে নির্মাণাধীন যে বহুতল একটি ভবন ধ্বসে পড়ে, উদ্ধারকর্মীরা, যারা প্রাণে বেচেছেন তাদের খুঁজে বার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
কর্মকর্তারা বলেছেন অন্তত ১৫ জন নিহত হয় যখন শনিবার কানাকোনায় একটি ভবন ধ্বসে পড়ে। রাজধানী পানাজির ৭০ কিলোমিটার দূরে কানাকোনা অবস্থিত।
কর্তৃপক্ষ বলেছে আরও প্রায় ১২/১৩ জন ধ্বংসস্তুপের নিচে হয়ত চাপা পড়েছে।
রবিবার The India Times পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে উদ্ধারকর্মীরা, যারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে তাদের কান্না শুনতে পারছিলো।
কর্তৃপক্ষ বলেছে যারা প্রাণে বেচেছে এবং দেহের সন্ধানে জরুরী কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে দেখছে এবং সেনাবাহিনী ওই প্রচেষ্টায় তাদের সঙ্গে যোগ দিয়েছে।
লে
প্রত্যক্ষদর্শীরা বলেছ প্রায় ৪০জন শ্রমিক কাজ করছিল যখন ভবনটি ধ্বসে পড়ে।
ভবনটি কেন ধ্বসে পড়েৃছে তার কারণ এখনও জানা জায়নি।
XS
SM
MD
LG