গত সেপ্টেম্বর মাস থেকেই ভারতের দুই শীর্ষ সেনা অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছিল। এবার স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর মেজর জেনারেল পদমর্যাদার দুই সেনা অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের ভার পাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
অভিযুক্তদের মধ্যে একজন কলকাতায় ইস্টার্ন কম্যান্ডের অধীনে আর্মি সার্ভিস কোর-এ কর্মরত। অন্যজন রয়েছেন দিল্লিতে সেনার সদর দপ্তরে আর্মি অর্ডন্যান্স কোর-এ। অভিযোগ, পদোন্নতির আশাতে এঁরা ঘুষ দিয়েছিলেন।
এ দিকে ফেব্রুয়ারি মাসেই ৩৩ জন মেজর জেনারেল পদমর্যাদার অফিসারের মধ্যে থেকে তিন জন লেফটেন্যান্ট জেনারেল পদমর্য্যাদার অফিসারকে বেছে নেওয়া হবে। এই দুই সন্দেহভাজন অফিসারও কিন্তু ঐ ৩৩ জনের তালিকায় রয়েছেন। এঁরা গত বছরই কর্মকুশলতার জন্য অতি বিশিষ্ট সেবা মেডেল-এ পুরস্কৃত হয়েছেন।
সেনাবাহিনীতে কি ধরণের দুর্নীতি চলে, সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রীকে একটা ধারণা দিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান ও বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী ভি কে সিং। এই সরকার কোনও রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে ঘোষণা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। মনোহর পারিকরের এই তদন্তের সিদ্ধান্ত সেই কঠোর মনোভাবেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।