অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে একান্ত বৈঠক করছেন


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে একান্ত বৈঠক করছেন।দু’দিনে বৈঠক হয়ে গিয়েছে পাঁচ জনের সঙ্গে। আগামী দিনে বাকিদের সঙ্গেও একান্ত বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে প্রধান মন্ত্রীর।

বিজেপি সূত্রে খবর, বাংলা জয়ে পথের কাঁটা কী? সেসব কাঁটা সরিয়ে ফেলতে কী কী দরকার? সাংসদদের কাছ থেকে তাই নিয়েই মতামত নিচ্ছেন মোদী।শুধু প্রশাসনিক বা সাংগঠনিক বিষয় নয়, দলীয় সূত্রের খবর, কথা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়েও।

সংসদ চলাকালীন গত বুধবার প্রথম মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।একই দিনে কথা বলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এবং পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে। গতকাল বাংলার আরও তিন সাংসদ, হুগলির লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ এবং কোচবিহারের নিশীথ প্রামাণিকের সঙ্গে আলোচনায় বসেন নরেন্দ্র মোদী বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00


XS
SM
MD
LG