অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ এবং তাঁর সরকার আজ পদত্যাগ করেছে


ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ এবং তাঁর সরকার আজ পদত্যাগ করেছে, এবং প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ২০২২ সালের সম্ভাব্য নির্বাচনে আবার ক্ষমতায় ফিরে আসার আগে হতাশ ভোটদাতাদের আবার নিজের পক্ষে নিয়ে আসার জন্য তাঁর সরকার নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন। ফ্রান্স এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় রকমের অর্থনৈতিক মন্দার মোকাবিলা করছে এবং ২০২০ সালে অর্থনীতি আরও ১১% নেমে যাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। এমন সময়ে ম্যাক্রঁ তাঁর সরকার ঢেলে সাজাচ্ছেন। বিনিয়োগকারীরা দেখতে চাইছেন যে ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো ল্য মায়ের যিনি অর্থনীতিকে অবমুক্ত করতে সংস্কার সাধন করেছেন এবং সংকটের সময়ে এয়ার ফ্রান্স বা রেনল্টের মতো কোম্পানিগুলোকে বড় রকমের আর্থিক সাহায্য দিয়ে চালু রেখেছেন, তিনি তাঁর পদে বহাল থাকছেন কীনা।

গতরাতে স্থানীয় পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ম্যাক্রঁ বলেন, গ্রীস্মের ছুটির পর সময়টা হবে খুব কঠিন এবং আমাদেরকে সে জন্য প্রস্তুত থাকতে হবে। ম্যাক্রঁর দপ্তর থেকে জানানো হয়েছে যে, পদত্যাগী প্রধানমন্ত্রী ফিলিপের যিনি স্থলাভিষিক্ত হবেন তাঁর নাম শিগগির ঘোষণা করা হবে। ম্যাক্রঁর সঙ্গে ঘনিষ্ঠ একটি সুত্র জানাচ্ছে যে প্রেসিডেন্ট ফ্রান্সের সরকারের এই রদবদলের সময়ে ফিলিপকে আবার হয়ত প্রধানমন্ত্রী করবেন না।

XS
SM
MD
LG