গত বেশ কয়েক সপ্তাহ ধরে ক্যারিবীয় অঞ্চলে এবং যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঘূর্ণিঝড় হচ্ছে।
কেন এত ঘনঘন ঘূর্ণিঝড় হচ্ছে? এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কি কোন সম্পর্ক আছে? এ সব বিষয় নিয়ে আমরা কথা বলি জলবায়ু পরিবর্তন বিষয়ে একজন বিশেষজ্ঞ, ড: রাশেদ চৌধুরীর সঙ্গে।
ড: রাশেদ চৌধুরী হাওয়াই বিশ্ববিদ্যালয়ে র একজন ফ্যাকাল্টি এবং Joint Institute for Marine and Atmospheric Research’র Pacific ENSO Applications Climate Centerএ প্রধান গবেষণা বিজ্ঞানী।
তাঁর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।