সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, মানব পাচার সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন করে এক্ষেত্রে শাস্তির মেয়াদ বাড়ানো হবে এবং আইনটি আরো কঠোর করা হবে। বাংলাদেশের মন্ত্রীসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি বৃহস্পতিবার এনিয়ে বিস্তারিত আলোচনা করেছে ও দিক নির্দেশনা ঠিক করেছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে এর প্রধান ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান। এদিকে, মানব পাচারকারী সন্দেহে কক্সবাজারে আরও একজনকে আটক করা হয়েছে।