হ্যালো ওয়াশিংটন: অাজকের বিষয় ‘যুক্তরাস্ট্র-ভারত সম্পর্ক ও দক্ষিন এশিয়ায় তার প্রভাব'।
যে নরেন্দ্র মোদিকে যুক্তরাস্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই নরেন্দ্র মোদি এখন ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাস্ট্রের বন্ধু। দুই দেশের নিজেদের স্বার্থেই এ বন্ধুত্ব এবং দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে সে বন্ধুত্ব স্থায়ী করবার কিছু লক্ষণও পরিলক্ষিত হয়েছে সম্প্রতি যুক্করাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরে। বানিজ্য, জ্বালানী, আঞ্চলিক যোগাযোগ, পারমানবিক ইস্যু, প্রতিরক্ষাসহ বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।
ভারত দক্ষিন এশিয়ার অন্যতম প্রধান; বলতে গেলে বৃহত্তম দেশ। সে হিসাবে ভারতের প্রভাব রয়েছে প্রতিবেশী সবগুলো দেশেই। চীন এশিয়ার জন্য গুরুত্বপূর্ন দেশ নি:সন্দেহে। তো এই অবস্থায় এই সফরের পর ভারত-যুক্তরাস্ট্র সম্পর্ক, সকলেই বলছেন অত্যন্ত ভালো। ভারতের জন্যে তা নিশ্চয়ই ভালো। তার প্রতিবেশী এবং দক্ষিন এশিয়ার অন্যান্য দেশের জন্যে তার প্রভাব কি হবে; কতোটা ভালো হবে সেটিই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউইয়র্ক থেকে প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ থেকে বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং নতুন দিল্লি থেকে দি টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চীফ জয়ন্ত রায়চৌধুরী। আপনাদেরকে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন ষ্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আসুন শোনা যাক আলোচনা।