অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক


আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক। আমাদের সংগে আজ ছিলেন দু’জন বিশেষ অতিথি। ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ ইমতিয়াজ আহম্মেদ যোগ দেন ।
যুক্তরাষ্ট্রের এটল্যান্টা থেকে যোগ দিচ্ছেন ড: সায়িদ ইফতেখার আহম্মেদ Adjunct Faculty, School of Security and Global Studies.
American Public University System, American Military University.

দীর্ঘ জপনা কল্পনা এবং বৈরিতার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসিংগাপুরের সানতোসা দ্বীপের কাপেলা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইতিহাস সৃষ্টি করলেন। ঐ বৈঠকের মধ্যদিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দেশের সংগে সারা বিশ্বের অচলাবস্থার অবসাননিঃসন্দেহে যুগান্তকারী এবং ঐতিহাসিক ঘটনা। ভূ-রাজনৈতিক দিক থেকেওএর গুরুত্ব অপরিসীম। ঐ বৈঠকের নানা দিক --- সম্ভবনা, বাস্তবায়ন সাফল্য ইত্যাদি নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটন। বিস্তারিত শুনতে অডিওতে চাপ দিন।

please wait
Embed

No media source currently available

0:00 0:42:12 0:00


XS
SM
MD
LG