বুধবার, ১৬ই নভেম্বর হ্যালো ওয়াশিংটনের বিষয়: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর নীতিমালা।
আলোচনা করছেন ইলিনয় ষ্টেট ইউনিভার্সিটির Government and Politics বিভাগের চেয়ারম্যান অধ্রাপক আলী রিয়াজ এবং স্যাক্রামেন্তো ষ্টেট ইউনিভার্সটির গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু নাসের রাজীব।
মঙ্গলবার ৮ই নভেম্বর ডনাল্ড ট্রাম্পকে আমেরিকার জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। প্রয়োজনের তুলনায় বেশি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে প্রাক্তন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। ট্রাম্প প্রাইমারি ভোটের সময় থেকেই তাঁর অভ্যন্তরীণ ও বিদেশনীতি কেমন হবে তা স্পষ্ট করেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের উচ্চস্তরের নেতারা ট্রাম্পের বিদেশনীতির তীব্র বিরোধিতা করেন। ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দলের প্রভাবশালী নেতাদের দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে তেমন মতবিরোধ নেই, রয়েছে ট্রাম্পের প্রস্তাবিত বিদেশনীতি এসব নিয়ে শুনুন হ্যালো ওয়াশিংটনের আলোচনা।